প্রতিষ্ঠানের ইতিহাস
প্রতিষ্ঠানের ইতিহাস :
১৯৮৩ সালে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন ভাষানচর ইউনিয়নের ছৈয়মতক্তা গ্রামে অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা হিসাবে উল্লেখযোগ্য বাক্তিগন ছিলেন যথাক্রমে-(১) বীর মুক্তিযোদ্দা আলহাজ্জ জনাব সেকান্দার আলী মৃধা, ভাষানচর, (২) জনাব মাওলানা এমদাদুল্লাহ,(৩) বীর মুক্তিযোদ্দা সৈয়দ আব্দুর রহীম(ডেপুটি কমান্ডার, মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্দা সংসদ) (৪)সৈয়দ বজলুর রাহমান এছাড়াও অনেক বীর মুক্তিযোদ্দাসহ স্থানীয় লোকজন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় সহযোগী ছিলেন। ১৯৮৩ইং থেকে প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হইয়া আসিতেছে। বর্তমান সভাপতি জনাব এম. আব্দুর রশীদ তার অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করিতেছে। প্রাতিষ্ঠানিক আবকাঠামো গ্রাম্য পরিবেশে প্রতিষ্ঠিত। আভ্যন্তরীণ ও কেন্দ্রীয় ফলাফল ১০০% ও সন্তোষজনক।